হবগিঞ্জ আদালতে এক বছরে ১৭ হাজার ২৩টি মামলা নষ্পিত্তি

8

 

হবগিঞ্জ সংবাদদাতা

হবগিঞ্জ চীফ জুডসিয়িাল ম্যাজস্ট্রিটে আদালতে এক বছরে ১৭ হাজার ২৩টি মামলা নষ্পিত্তি হয়ছে।ে এটি গত ১৪ বছররে মধ্যে র্সবােচ্চ। গতকাল সোমবার হবগিঞ্জরে সনিয়ির জুডসিয়িাল ম্যাজস্ট্রিটে মো.জাকরি হোসাইন এ তথ্য জানান।
তার দওেয়া তথ্য অনুযায়ী, গত বছর র্অথাৎ ২০২২ সালে সব ম্যাজস্ট্রিটে আদালতে ১২ হাজার ৮৭৬টি মামলা নতুন যুক্ত হয়। এতে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ৯৮৭ট।ি এর মধ্যে ১৭ হাজার ২৩টি মামলা নষ্পিত্তি হয় এবং র্বতমানে ১১ হাজার ৯৬৪টি মামলা বচিারাধীন। এক বছরে মামলা নষ্পিত্তরি হার ১৩২.২১ শতাংশ। এছাড়া ২০২২ সালে ১৮ হাজার ২৮২ জনরে সাক্ষী গ্রহণ করা হয়।
তনিি আরও জানান, চীফ জুডসিয়িাল ম্যাজস্ট্রিটে মো. হারুন অর-রশীদ ২০২১ সালরে জুনে হবগিঞ্জে যোগ দওেয়ার পর ৬ হাজার মামলার জট কমছে।ে এছাড়া আদালতে সাক্ষী উপস্থাপন, প্রসসে নষ্পিত্ত,ি ওয়ারন্টে তামলি, প্রতবিদেন দাখলিসহ অন্যান্য বষিয়ে শতকরা হসিাবে সরো পারপরম্যান্সরে জন্য জলোর শায়স্তোগঞ্জ থানাকে নর্বিাচন করা হয়ছে।ে