সেলিম আহমদ কাওছার

38

আদম থেকে মানব শুরু :

আদম থেকে মানব শুরু
খোদার গড়া প্রাণ
ঈমান মোদের মোরা সবে
আদমের সন্তান।

আদম থেকে হলেন হাওয়া
আদি মাতা যিনি
জোড়ায় জোড়ায় মানব জাতি
জন্ম দিলেন তিনি।

মোরা সবে আদম হাওয়ার
বংশ পরম্পর
মহান রবের সৃষ্টি মোরা
নয়তো-যে বানর।

বানর থেকে সৃষ্টি মানব
এসব বলে যারা
খোদার সাথে কুফরিতে
লিপ্ত সবে তারা।

এই মতবাদ ইসলাম বিরোধ
জঘন্য অপরাধ
বিশ্বাস যদি করে তা কেউ
ঈমান হবে বাদ।

কোরআন হলো শ্রেষ্ঠ বিজ্ঞান
মানতে হবে এটা
ছাড়তে হবে সেই মতবাদ
ভ্রান্ত সদা যেটা।