সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এম.বি.এ ফাইনাল পরীক্ষা বর্জন

36

ভিসি, প্রোভিসি নিয়োগসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত দুই শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে আজ থেকে শুরু হ্ওয়া ফাইনাল পরীক্ষা বর্জন করেছে এম.বি.এ প্রোগ্রামের শিক্ষার্থীরা। গত ১৮ সেপ্টেম্বর বিশ^বিদ্যালয়ের সংকট নিরসনে আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসের ভেতরেই আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করা হয়। হামলার শিকার দুই ছাত্র প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করলে উল্টো তাদেরকেই সাময়িক বহিষ্কার করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের নানা ধরনের হয়রানী, বাসায় ফোন দিয়ে হুমকি প্রদানের ঘটনা ঘটে। এর প্রতিবাদে সবধরণের ক্লাস, পরীক্ষা, টিউশন ফি প্রদান বন্ধ রেখে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে এমবিএ শিক্ষার্থীরা। এ বিষয়ে ২য় সেমিষ্টারের শিক্ষার্থী পল্টু কুমার রায় জানান, “আমাদের সহপাঠিদের উপর অন্যায় বহিষ্কারাদেশ নীরবে মেনে নিয়ে আমরা পরীক্ষার হলে বসতে পারি না, প্রশাসন আমাদের প্রতিবাদ কর্মসূচিতে গায়ের জোর দেখিয়েছে। এবার তো জোর করে পরীক্ষা নিতে পারবে না। আমরা কোন ধরণের টিউশন ফি জমা দেই নি,পরীক্ষাও দিব না। ”
অবিলম্বে দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি