আবদুল লতিফ

20

শুধু তোমার প্রতীক্ষায় :

বহুকাল একটা কবিতা লিখার প্রতীক্ষায়
কতো উপমা খুঁজেছি
কতো প্রহরের পেটে ভাবনার পাখা হজম হয়েছে
বহমান সময় স্রোতে ভেসে গেছে কতো উপমা
কতো নক্ষত্র পুঞ্জ হারিয়ে গেছে ছায়াপথে
তেল ফুরিয়ে কতো শত প্রদীপ নিভে গেছে অসময়ে
মাঝ দরিয়ায় ডুবেছে কতো আশার তরী
কতো নদী হারিয়েছে স্রোতের ধারা
শুধু তোমার প্রতীক্ষায় শত ঝড়-ঝঞ্ঝা সয়ে
কলম হাতে কোটি বছর স্থির দাঁড়িয়ে হে প্রিয়তমা।