জাহাঙ্গীর চৌধুরী

10

ভাবো সবার কল্যাণ :

হর্ষে ভেসে পূর্বাকাশে
নববর্ষ আসে।
সুখে থাকবে সুস্থ থাকবে
সবাই থাকে আশে।
কলি ফোটে ভোমর ছুটে
সুখের সীমা অশেষ।
পাখি উড়ে আকাশ জুড়ে
নেইকো কোনো ক্লেশ।
ভাঙে শপথ মানব জগৎ
রোষে ভরা জীবন।
শুভ্র আলো করে কালো
দূষিত হয় পবন।
যেদিন গেল ভালো ছিল
লোকের মুখের বাণী।
আগত দিবস নহে হরস
থাকে নাকি গ্লানি।
মানুষ আমরা জ্ঞানে সেরা
উদারতার অভাব।
ভাবো সবার কল্যাণ এবার
বদল করে স্বভাব।