তাজুল ইসলাম নাহীদ

5

মায়ের মুখ :

দেখিলে মায়ের মুখ
ভুলে যাই সব দুখ,
মায়ের কোলেতে যেনো খুঁজে পাই শান্তি
সকল কষ্টের কথা
আহা! ভুলি সব ব্যথা,
এক নিমিষেই দূর হয় সব ক্লান্তি।

মায়ের মতন ভাই
কেহই ভবেতে নাই,
তাইতো সবাই করো মায়ের যতন
বুঝে নাতো আজ সবে
থাকে যবে মায় ভবে,
হারালে বুঝে কি যে ছিলো এক
রতন।

খোদার নবীর বাণী
নিয়োগো সবাই জানি,
কি সুখ মালিক রাখছে তার চরণে
বলছে আমার রব,
মায়ের সেবাতে সব
কালেমা মিলবে তার নিদান মরণে।