সিলেট জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা ॥ দেশের সকল অর্জনে শহীদ জিয়া ও বিএনপির অবদান অনস্বীকার্য

15
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।

সিলেট জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ভালো অর্জনের সাথে শহীদ জিয়া বিএনপি অতপ্রোতভাবে জড়িত। দেশে যখনই কোন দুর্ভোগ নেমে এসেছে তখনই শহীদ জিয়া ও বিএনপির নেতৃত্বেই তা মোকাবেলা হয়েছে। বাংলাদেশ, শহীদ জিয়া ও বিএনপি এক ও অভিন্ন। যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্র বিশে^র বুকে ঠিকে থাকবে, ততদিন শহীদ জিয়ার নাম ও বিএনপি ঠিকে থাকবে। কোন দেশপ্রেমিক শহীদ জিয়ার কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারেনা। যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে জাতিকে বিভ্রান্ত করতে চায় তারা ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।
বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে যখন সুবিধাবাদীরা আত্মগোপনে চলে গিয়েছিল ঠিক সেই মুহুর্তেই কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ইতিহাস স্বাক্ষী শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়ে আত্মগোপনে যান নাই বরং সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জীবন বাজী রেখে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনে যখন জাতি গভীর সংকটে সেই ক্রান্তিলগ্নে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষায় জিয়াকে দেশ পরিচালনার নেতৃত্বে আসীন করে। শহীদ জিয়া আওয়ামী বাকশালের পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে আওয়ামীলীগও এদেশে রাজনীতি করার সুযোগ পায়। সেই গণতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের মুখে শহীদ জিয়াকে নিয়ে সমালোচনা শোভা পায় না।
বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের সঞ্চালনায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মঈনুল হক চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, বিএনপি নেতা একেএম তারেক কালাম, ডা: আব্দুল গফুর, মঈনুল হক, লায়েস আহমদ, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, আব্দুল মালেক, আব্দুল লতিফ খান, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ফরিদ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, যুগ্ম সম্পাদক দুলাল রেজা, মো: আব্দুল্লাহ, রফিয়ান আহমদ সবুজ, আবুবকর সিদ্দিকী।
বিএনপি নেতা ইলিয়াস মেম্বারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আজির উদ্দিন চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জালাল উদ্দিন চেয়ারম্যান, কামরুল হাসান শাহীন,সুরমান আলী, লিলু মিয়া, আব্দুস সবুর, আল মামুন খান, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আহমদ রেজা, তফজ্জুল হোসেন, শাহ মাহমুদ আলী, মো: শাহপরান, ছালিক আহমদ চৌধুরী, এনামুল হক মাক্কু, হেলাল আহমদ, সিরাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, নজরুল হোসেন, মনিরুল ইসলাম তুরন, আজাদ মেম্বার, আখতার হোসেন জাহেদ, আতাউর রহমান, মুহিবুর রহমান মহিব, আশরাফুল আলম বাহার, শাহ আব্দুল মুকিত, আব্দুল হাই মাসুক, আতাউর রহমান আতা, ডা: এনামুল হক, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ফুরকান আলী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম রুমেল, মাহফুজউস সামাদ, আলী আহমদ আলম, মকসুদুল করিম নোহেল, রেজওয়ান আহমদ, ওসমান গনি, মতিউর রহমান আফজল, বাবর আহমদ রনি, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, আব্দুল করিম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন, সৈয়দ সরওয়ার রেজা, রজব আহমদ, জাহাঙ্গীর মিয়া, সদস্য জাকির হোসেন, দুলাল আহমদ, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন, মহিলা দল নেত্রী পুলিনা রহমান, ফাহিমা চৌধুরী কুমকুম, মিলি বেগম, আম্বিয়া বেগম, ছাত্রদল নেতা কামরান আহমদ, সুহেদুল ইসলাম সুহেদ, জাবেদুর রহমান, আফজাল হোসেন, রেদওয়ান আহমদ, সজিবুর রহমান, জামাল আহমদ, রুবেল আহমদ শান্ত, খালেদুর রহমান সানি, জয়নাল আবেদীন রাহেল প্রমুখ।
সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সভায় প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, মরহুম এম এ হক, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম সহ মৃত্যুবরণকারী সিলেটের সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ও মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভা থেকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান দাবী করা হয়। অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি