কুয়াশার রূপ

37

বিজন বেপারী :

ভোর বেলাতে কুয়াশাতে
ঢাকলো নদী খাল,
এমন সময় জেলে দ্যাখো
ফেলছে মাছের জাল।

পথে ঘাটে হাট বাজারে
একই দেখি রূপ,
কাঁপছে বুড়ো পোহান আগুন
যদি কমে দুখ।

ঘড়ির কাঁটা ঘুরছে সমান
উঠছে রবি মাথায়,
ঘোর কুয়াশায় যায়না দেখা
সূর্য আছে কোথায়?

দিনের বেলা জ্বলছে আলো
চলছে ট্রাক বাস,
শীতের বুড়ি আসলে দেশে
এমনি বসবাস।