মোবাইল পাঠাগার’র ৮০১ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

28

প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোবাইল পাঠাগার’র ৮০১ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে সংগঠনের নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল।
অনুষ্ঠানে পঠিত লেখার উপর আলোচনা করেন গল্পকার ও অভিনেতা মিনহাজ ফয়সল, তরুণ ছড়াকার আকরাম সাবিত।
সাহিত্য আসরে লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, গীতিকার সাজিদুর রহমান, কবি কামাল আহমদ, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি