করোনা বিশ সালে

9

শফিকুল আলম সবুজ

খুকুমণি আগের মত
খায় না মায়ের তাড়া
স্কুলে যাও তাড়াতাড়ি
হয় না আকুলহারা।

নিদ্রা হতে উঠে খুকি
পড়তে হয় না আর,
আগের মত গুনতে হয় না
কবে শুক্রবার!

খুকির মনে প্রশ্ন হাজার
ইশকুল কেন বন্ধ?
আগের মত প্রাণে কেন
আসে না আনন্দ।

নিয়মকানুন পাল্টে গেছে
লকডাউনের কালে,
ঘরে এখন হয় না পড়া
করোনা বিশ সালে।