কানাইঘাট নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

36

কানাইঘাট থেকে সংবাদদাতা :
নবগঠিত কানাইঘাট নাগরিক ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রথম পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট ডাক বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নাগরিক ফোরামের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক কানাইঘাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফখরুদ্দিন শামীমের পরিচালনায় পরিচিতি সভায় উপস্থিত ফোরামের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কানাইঘাটের ন্যায্য দাবী ধাওয়া বাস্তবায়নের পাশাপাশি সর্বদলীয় এ নাগরিক ফোরাম সকল প্রকার অনিয়ম, দুর্নীতি ও সমাজ বিরোধী কর্মকান্ড প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে সরকার ও জনগণের কাছে তুলে ধরার জন্য কাজ করে যাবে। সেই সাথে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এ সংগঠন সোচ্চার ভূমিকা পালন করবে এ সংগঠন। সভায় কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন কর্তৃক পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ডের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ এনে ফোরামের নেতৃবৃন্দের কাছে পৌরসভার ৭জন কাউন্সিলর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে মাঠ পর্যায়ে অনুসন্ধান চালিয়ে পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ডে কোন ধরনের অনিয়ম পাওয়া গেলে তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে ফোরামের নেতৃবৃন্দ তুলে ধরবেন বলে আশ^াস প্রদান করেন। সভায় আগামী বুধবার বিকেল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে নাগরিক ফোরামের উদ্যোগে এক জনসভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ মুরব্বী হাজী ফরিদ আহমদ, মাওঃ সামছুল হুদা, হাজী ইজ্জাদুর রহমান, হাজী আবুল বাশার, রফিক আহমদ, মুফিজ উদ্দিন বাবলু, সাবেক কাউন্সিলর হাজী আব্দুল মালিক, আব্দুল মুতলিব হরুধন, তাজ উদ্দিন, সাবেক কাউন্সিলর মস্তাক আহমদ, নুর উদ্দিন, শরিফ উদ্দিন, সাংবাদিক নিজাম উদ্দিন, আব্দুন নুর, মখলিছুর রহমান, হারুন আহমদ, নজরুল ইসলাম, আব্দুস সালাম খারই, আব্দুল হক, হাজী জসীম উদ্দিন, আজির উদ্দিন ভেড়া, ফরিদ উদ্দিন বটু, নুরুল আমিন, হাফিজ আসাদ আহমদ, মুমিন রশিদ, জসীম উদ্দিন মেজর, মাসুক আহমদ, সিফত উল্লাহ, মাওঃ মুহিবুর রহমান, আব্দুল মালিক, মোহাম্মদ আলী, সাংবাদিক মাওঃ শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ প্রমুখ।