ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ সম্পন্ন

41

“আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইএসডি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২” ১৮ নভেম্বর ২০২২ শুক্রবার উইমেন্স মডেল কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ৫ম ও ৮ম শ্রেণির ৬ শতাধিক ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই সময় ইএসডি ফাউন্ডেশন এর চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস, ট্রাস্টি ইমদাদুল হক চৌধুরী, ইএসডি ফাউন্ডেশনের সদস্য সচিব ও উইমেন্স মডেল কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার পরীক্ষার হল পরিদর্শন করেন এবং ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার উপস্থিত সকল অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর সভাপতি মোঃ মহিউদ্দিন, সেক্রেটারী শিশির রঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান মামুন, উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর জাকিয়া সুলতানা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর মৌসুমী আক্তার খানম, স্কুল ইনচার্জ মরিয়মুন ন্নেছা মল্লিকা, স্কুল শাখার কো-অর্ডিনেটর শিল্পী বিশ্বাস প্রমুখ।
প্রতিযোগিতার ফলাফল আগামী ৩০ নভেম্বর, ২০২২ ফেসবুক পেইজ ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হবে। বিজ্ঞপ্তি