গোয়াইনঘাটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

27

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পর্যায়ে ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যায়াম ল্যাবরেটরি স্কুল মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ও উদ্ভাবনী বিভিন্ন গেজেট ও স্টল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উল্লাহ প্রমুখ।
আয়োজিত মেলার স্টলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।