দিরাই আওয়ামী লীগের সম্মেলনে পদ প্রত্যাশীদের দৌঁড় ঝাপ

4

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দীর্ঘ ৮ বছর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন হবে আগামী সোমবার। সম্মেলন কেন্দ্র করে দিরাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন এবং নিজ বলয়ের গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশীদের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, আগামী সোমবার দিরাই বিএডিসি মাঠে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি -সম্পাদক সহ দলের দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন।
দলটির একাধিক নেতাকর্মীরা জানান, সভাপতি পদ পেতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সাবেক সভাপতি আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, প্রবীণ আওয়ামী নেতা মজির উদ্দিন এর নাম সামনে রয়েছে। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দৌঁড় ঝাপ শুরু করেছেন।
সম্মেলন সামনে রেখে নিজ বলয়ের জনপ্রিয়তা প্রদর্শনে চলছে মিছিল, সভা, মোটর সাইকেল শোভাযাত্রা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সোহেল আহমেদ বলেন, সম্মেলন কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীরা অনেকটা চাঙা হয়ে উঠেছেন, শহরের সর্বত্র উৎসবের আমেজ। সম্মেলনের যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। প্রধান আলোচক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন। অতিথি হিসেবে কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তৃণমূলের একাধিক নেতাকর্মী হতাশার সুর সুরে জানান, গত সম্মেলনে আমাদের নেতা সুরঞ্জিত সেন গুপ্ত উপস্থিত ছিলেন, তিনি দলের পরীক্ষিত নেতা কর্মীদের দিয়ে কমিটি গঠন করে ছিলেন, সে সময় আমাদের মাঝে কোন বিভক্তি ছিলনা। সুরঞ্জিত বিহীন আজ আমাদের দলের হযবরল অবস্থা। সম্মেলন ঘিরে যেভাবে মিছিল, সভা মোটর শোভাযাত্রা শুরু হয়েছে, না জানি শেষ পর্যন্ত আমাদের রাজনীতির সম্প্রতির শহরে কি ঘটে। আমরা চাই ত্যাগীরা যেনো গুরুত্বপূর্ণ পদ লাভ করেন।
সঙ্গত ২০১৪ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত। প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠিত সম্মেলনে আছাব উদ্দিন সরদার সভাপতি ও প্রদীপ রায় সাধারণ সম্পাদক মনোনিত হন।