কালবৈশাখীর ঝড়ে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি

11

স্টাফ রিপোর্টার :
সিলেটের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সকাল সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে ৭০ কিলোমিটার বেগে সিলেটের উপর দিয়ে বয়ে যায় এ কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ ও গোয়াইনঘাটে।
গোয়াইনাটে কালবৈশাখী ঝড়ে উপজেলার রুস্তুমপুরসহ বিভিন্ন এলাকায় শত শত কাঁচা ও টিনের চালা বিশিষ্ট ঘরবাড়ি ধসে ও গাছ উপড়ে পড়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়ও এমন ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন লোকজন। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তাণ্ডবে বাড়িঘর ছাড়াও ফসলি গাছ-গাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে প্রায় ৭০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে। এছাড়া ৮টা ১৪ মিনিট থেকে ৯টার মধ্যে খুব অল্প সময়ে প্রায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, এ সময়ে এটা স্বাভাবিক ঝড়। তবে দুর্বল নেটওয়ার্ক ব্যবস্থার কারণে মানুষকে আগে সতর্ক করতে সক্ষম হন না তারা। বিষয়টি তিনি জেলা প্রশাসনে মাসিক উন্নয়ন সভায় তুলে ধরবেন বলে জানান।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ সিংহ বলেন, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটের বালাগঞ্জ উপজেলায়। এছাড়া অন্য উপজেলাগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঝড়ে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।