ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ১৯ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করতে হবে —–আবুল কাহের শামীম

18

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে মানুষ আজ মুক্তির প্রহর গুণছে। দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতির এই ক্রান্তিলগ্নে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ১৯ নভেম্বর সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সফল করতে হবে। এক্ষেত্রে বাদেপাশা ইউনিয়ন-বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি মঙ্গলবার বিএনপি’র সিলেট বিভাগীয় ১৯ নভেম্বরের গণসমাবেশ সফলের লক্ষ্যে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজার ও বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর বাজারসহ গুরুত্বপূর্ণ বাজার ও পৃথক স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান এমাদ, উপজেলা বিএনপির নির্বাচিত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, উপজেলা বিএনপি’র সহ সভাপতি ও বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলী আহমদ আলম, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইমরানুল ইসলাম তানু, মশিউর রহমান দুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, আরিফ আহমদ জিলু, সমস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপু ইসলাম, ঢাকা দক্ষিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমেল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য এমদাদ আহমদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসাইন নবিল, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রায়হান আহমদ ও আমান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি