শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরণ

6

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বুধবার (২৬ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাফিউল, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, সিন্দুরখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন প্রমুখ।