করোনায় সিলেটে এক বৃদ্ধার মৃত্যু

4

স্টাফ রিপোর্টার :
সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসারত করোনাভাইরাস আক্রান্ত এক বৃদ্ধা মারা গেছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) ডা. মো. মিজানুর রহমান।
তিনি জানান- নিহত নারীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬০ বছর।
গত শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১ জন। আর বাকি ৪ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এই ৫ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৮ হাজার ১৫১। আর এ পর্যন্ত সিলেটে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫৮১ জন।
এদিকে, শুক্রবারের মৃত্যু নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১ হাজার ২৬২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৪৩, সুনামগঞ্জে ৭৫ হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন। এছাড়াও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২৩ জন।