সিলেট মহানগর বিএনপি’র ২নং ওয়ার্ড’র কাউন্সিল অনুষ্ঠিত

8

সিলেট মহানগর বিএনপির ২নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সুলেমান হলে এই দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়। ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ চৌধুরী রুস্তম এর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপি নেতা জাকির মজুমদার ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগ সংকট তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা গুম, হত্যা, নির্যাতন, হামলা, মামলা দিয়ে অবৈধভাবে ক্ষমতার মসনদে আরাম আয়েশে রয়েছে৷ তাদের লুঠপাটের কারণে দেশের জনগণ দুর্ভোগে রয়েছে। জনগণের উপর নির্যাতন চালিয়ে কেউ কোনদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে সকল বাধা বিপত্তি পেরিয়ে বিএনপির সমাবেশগুলোতে জনজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২০ নভেম্বর গণসমাবেশে সিলেটবাসী ইতিহাস সৃষ্টি করবে।
প্রধান বক্তা হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের সকল নেতাকর্মীদের পাড়া মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে গণজাগরণ সৃষ্টি করে আগামী ২০ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করে তুলতে হবে। এ সময় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সদস্য ও কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সদস্য বাবু নেহার রঞ্জন দাস।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, এড.হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর , নুরুল ইসলাম লিমন, আব্দুল হক। কাউন্সিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবেদ আহমদ। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার সোলেমান হোসেন, নির্বাচন কমিশনের সদস্য হাবিব আহমদ ও শাহিন আহমদ দায়িত্ব পালন করেন। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বাবু নেহার রঞ্জন দাস, সাধারণ সম্পাদক পদে মামুন ইবনে রাজ্জাক রাসেল ও সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম লিমন বিজয়ী হন। বিজ্ঞপ্তি