চলতি মৌসুমে সিলেটে ১৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত

11

স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনার পাশাপাশি আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু রোগ। চলতি মৌসুমে সিলেটে এ পর্যন্ত ১৯ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গু রোগে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, সিলেটে গত সপ্তাহে ১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ জন। তবে হাসপাতালে এখনও ৫ জন চিকিৎসাধীন।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ফরিদ উদ্দিন জানান, গত সপ্তাহে সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর ৫ জন বর্তমানে চিকিৎসাধীন। এদের মধ্যে ৮ জন সিলেট জেলা ও ২ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
তিনি আরও জানান- চলতি মৌসুমে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। আর অক্টোবর মাসে শনাক্ত হন ১০ জন। এর মধ্যে একদিনে গত বৃহস্পতিবার ১৩ অক্টোবর সিলেটে সর্বোচ্চ ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
গতকাল শনিবার বিকেল ৪টা পর্যন্ত সিলেটের ৫ ডেঙ্গু রোগীর মধ্যে ৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে সকলের শারীরিক অবস্থা এখন ভালো।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, দেশে ডেঙ্গু রোগী বাড়ছে ঠিক, তবে সিলেটে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। অতীতেও সিলেটে ডেঙ্গুর প্রাদুর্ভাব ততটা বাড়েনি। তিনি বলেন, এক্ষেত্রে মানুষের সচেতনতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন। চলতি মৌসুমে সিলেটে এখন পর্যন্ত ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও সকলেই সুস্থ রয়েছেন। কেউ মারা যাওয়ার ঘটনা ঘটেনি।