মাটির রহস্য

13

জেবুন্নেছা জেবু :

আমি জৈবসার হতে চাই না
হে রহস্যময় মাটি,
তবুও তাই হতে আমার
সমগ্র যতনে গড়া এ তনুশ্রী।

কি শক্তি তোমার ধারণ ক্ষমতায়
গ্রহণ করো মাটি স্রষ্টার ইশারায়,
সর্ব শ্রেষ্ঠ জীব মানব জাতি
তোমাতেই মিশে সমস্ত প্রাণী।

লাশ শায়িত হয় মাটির কোলে
আমরা ফেলে আসি একা করে,
সে ও ছিলো আমাদেরই তরে
থাকতে হয় একা অন্ধকার ঘরে।

খাওয়া দাওয়ার এই দুনিয়ায়
মানুষে নিত্য কোন প্রাণী খায়,
সময় আমাদের বয়স খায়
বড় খাদক মাঠি আমাদের খায়।

সব তুচ্ছ আকাশের বিশালতায়
জলের অহংকার ঝরে পড়ায়,
জীবনের চাহিদা গুলো তেমন
মেঘের কাছে জল যেমন।

তোমাতে হতে হয় নিঃস্ব
তোমাতেই করেছি সকল চাষ,
অথচ তোমাতে বিভেদ এ বিশ্ব
তবুও তোমার জন্যেই সকল বিশ্বাস।