শাবিতে কথাকাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

9

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সৈয়দ মুজতবা আলী আবাসিক ছাত্র হলে ওয়াশরুমে গোসল করা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রলীগ নেতা মামুন শাহ ও সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, শুক্রবার দুপুরে হলের চার তলার ওয়াশরুমে মামুন শাহ গ্রুপের বাংলা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত মুসলিম ভূইয়া নামের এক শিক্ষার্থীর সাথে সজিবুর রহমানের অনুসারী পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শিমুল মিয়ার কথা কাটাকাটি হয়।
পরবর্তীতে হলের ৪০৯ নম্বর কক্ষে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে গেলে উভয়পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। এরপর পুরো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সন্ধ্যা পৌনে সাতটায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে ছাত্রলীগ নেতা মামুন শাহ ও সজিবুর রহমান বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে বলে জানান।
সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো আবু সাঈদ আরফিন খান সাংবাদিকদের বলেন, বিষয়টি তারা নিজেদের মধ্যে আলোচনার করে সমাধান করেছে। পরবর্তীতে এ রকম কোনো ঘটনা ঘটলে হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।