ওসমানী বিমানবন্দরে সংবর্ধনায় মো: হিরন মিয়া ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন

5

জাতিসংঘের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যোগদান শেষে দেশে ফিরলেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: হিরন মিয়া। বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ভিআইপি লাউঞ্জের সামনে মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিমানবন্দরে দলীয় নেতা-কর্মী সহ ইউনিয়ন বাসী মো: হিরন মিয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনাকালে মো: হিরন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে ওঠছে। দেশকে কাক্সিক্ষত গন্তব্যে নিয়ে যেতে আমাদের সবাইকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ-বিদেশে যে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। জননেত্রীর এই কর্মসূচি বাস্তবায়নে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মী ও সমর্থককে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও বর্তমান সদস্য পদপ্রার্থী শাহ নূর হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি নজির আহমেদ আজাদ, জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী তাজিদুল ইসলাম তাজিদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেছার আহমেদ, সদস্য নিজাম উদ্দিন, দুদু মিয়া, আলম আহমেদ, মনির উদ্দিন, নাজিম উদ্দিন, আখতার আহমেদ, মহিলা সদস্য পারভিন বেগম, আছমা বেগম, রংমালা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক মেম্বার, আলতাব আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, আওয়ামী লীগ নেতা শহিদ আহমেদ, কাহার আহমেদ, যুবলীগ নেতা বাবুল হোসেন, আব্দর রউফ, শফিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি