শিরিন আফরোজ

3

শরৎ রাণী বর্ষা হলো :

শরতে দিলো বর্ষা হানা বৃষ্টি থামে না
প্রকৃতির বদল দেখে ইচ্ছে মেলে ডানা।
ব্যস্ত শহর ব্যস্ত নগর ব্যস্ততা সারাবেলা
চায়ের কাপে কপির চুমুকে নেই অবহেলা।
কেউ ব্যস্ত এসি রুমে আবার কেউ ফুটপাতে
ঘুম পাখি হাত বুলিয়ে ক্লান্তি ভুলায় রাতে।
এমন দিনে ছন্দে মন উথাল পাতাল করে
সৃষ্টি সুখের উল্লাসে মন আনন্দেতে ভরে।
খোকাখুকি বায়না করে শুনতে নানান গল্প
দাদী নানীর কদর বাড়ে এমন দিনে অল্প।
ভূতের গল্প ও পরীর গল্প শুনে রাজা রানীর
গল্প শুনে খোকাখুকি আজব সব প্রাণীর।
খোকাখুকির মন বসে না এমন দিনে পড়ায়
লেখক বসে এমন দিনে লিখে ছন্দ ঝড়ায়।