আদিত্য রহমান

10

কালিও কলম :

তুমি কি সত্যি আমার কলমের কালি হতে চাও
যে কলম ধরে আমি সারাজীবন লিখে যাবো
আমি লিখে যাবো কত কবিতা গল্প উপন্যাস
লিখে যাবো সত্যে প্রেম আর মানুষের কথা ।
বল সত্যি করে বল;
তুমি কি আমার কলমের কালি হতে চাও
যে কলম থাকবে আমার কাছে সকল সময়
হাতের পরশ কখনো তোমার নরম গায়ে আমার পিয়াসি ঠোঁট ছুঁয়ে যাবে
যে কলম আমাকে বাঁচতে শিখাবে লড়তে শিখাবে।
চলতে চলতে হঠাৎ হোঁচট খেলে উঠে দাঁড়ার
সাহস যোগাবে
যদি কখনও দুঃখে মুষড়ে হতাশায় ডুবে গেলে
আদর সোহাগ প্রেম দিয়ে বাঁচার সাধ জাগাবে।
বল,, বলে যাও আর একবার,, বলে যাও
সত্যি কি তুমি আমার কলমের কালি হতে চাও
সত্যি কি তুমি আমার জীবন সাথি হতে চাও।