মাওলানা তাজুল ইসলাম নাহীদ

23

কন্যা সন্তান নয়তো বোঝা :

আমার আম্মুর মিষ্টি হাসি
ভালোবাসি রাশি রাশি
দেখলে জুড়ায় প্রাণ,
কন্যা সন্তান নয়তো বোঝা
বুঝলে ভাইরে একদম সোজা
আল্লাহর বিশেষ দান।

যতই দেখি লাগে ভালো
মামণি মোর চোখের আলো
ভালোবাসি খুব,
ফোনটা দিলেই আব্বু ডাকে
মহব্বতটা বুকে রাখে
দেয় যে প্রেমে ডুব।

মেয়ে সন্তান পেয়ে আমি
হয়েছি আজ অনেক দামি
খুশির সীমা নাই,
করো না কেউ তাদের হেলা
মেয়ে বলে কভু খেলা
আদর করো ভাই।

বাবা মায়ের বিপদ হলে
বুক ভাসায় রে চোখের জলে
হয় না তাদের তুল,
বিশ্বাস না হয় দেখো তুমি
খোদার রহমত যাবে চুমি
ভাঙবে তোমার ভুল।