আবদুল লতিফ

7

কেউ শুনতে পায়নি :

তোমাকে চিৎকার করে বলেছি
আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে আমার চিৎকারে
নিরব নিস্তব্ধ সাগরে সুনামির সৃষ্টি হয়েছে প্রচন্ড কম্পনে
আমার চিৎকারের অন্তরালে বজ্রপাতের ধ্বনি মিলিয়ে গেছে
আমি অগণিত বার তোমাকে চিৎকার করে বলেছি
তোমাকে ভালবাসি অনেক বেশি অনেক বেশি
হৃদয় রাজ্যের এই আর্তনাদ কেউ শুনতে পায়নি
দেখতে পায়নি প্রলয় সর্বনাশা
কারণ…..
এ ছিল আত্মার কাছে আত্মার আবেদন
আমার আত্মার আকুতি তোমার অন্তরের দূর্ভেদ্য লৌহ দ্বার পেরিয়ে কর্ণ কূহরে পৌঁছেনি।