হবিগঞ্জে হোম কোয়ারেন্টিনে সহস্রাধিক

4

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :

গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে নতুন আরও ৫১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলাটিতে কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৬২ জন। তবে আইসোলেশন সেন্টারে নেই একজনও।

শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানান হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার।

তিনি জানান, হবিগঞ্জে প্রথমে বিদেশ ফেরতদের তালিকা করা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি থেকে। তখন ছিল ২ হাজার ৫৯৫ জন। এখন তালিকা করা হয়েছে গত ১ মার্চ থেকে। সেখানে হবিগঞ্জে বিদেশ ফেরতদের সংখ্যা ১ হাজার ৭৬১ জন। এদের মধ্যে পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়েছে ১ হাজার ৬২ জনের এবং অন্যদেরও খুঁজে বের করা হচ্ছে। আর শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৪১৩ জনের।

হবিগঞ্জ জেলা প্রশাসন জানায়, হবিগঞ্জে করোনার চিকিৎসার জন্য ৯টি হাসপাতালের ১৫৫টি বেড প্রস্তুত রয়েছে এবং ৫৫ জন চিকিৎসক ও ৬২ জন নার্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম (পিপিই) মজুদ আছে ৭১০টি। বিতরণ করা হয়েছে ২৯০টি।

এদিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে এখন পর্যন্ত ৪ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে একটিও পজেটিভ হয়নি।