গোলাপ মাহমুদ সৌরভ

5

কাব্যের শব্দমালা তুমি :

গ্রামের কৃষ্ণচূড়ার বনে
দেখা তোমার সনে,
শ্যামল বর্ণের মেয়ে তুমি
ভালো লেগেছিল মনে।

লম্বা কালো কেশ তোমার
হরিণের মতো চোখ,
হাসিতে তোমার মুক্তা ঝরে
চাঁদের মতো মুখ।

বাসন্তী শাড়ি পড়েছ তুমি
হয়েছ রূপবতী পরী,
কপালে পড়েছ লাল টিপ
হাতে রঙিন চুড়ি।

রূপে গুণে অনন্যা তুমি
মুখে মিষ্টি হাসি,
তোমাতে আমি হারিয়েছি মন
কেমনে বলি ভালোবাসি।

আমার উদাসী যৌবনের ঘাটে
তোমার প্রথম পদচারণ,
প্রেম কাব্যের শব্দমালা তুমি
আমার ভালোবাসার ভুবন।