মেশকাতুন নাহার

14

সুখের তালাশে :

ও পারে সুখের ঠিকানায়
এ আমি তালাশে নিরালায়
কি এক জটিল মায়াজালে,
এ মন প্যাঁচালো কুটচালে।

সে পীড়া মনের মোহনায়,
এ আঁখি জোয়ারে কান্নায়।
সে জ্বালা সবার অগোচরে,
তা ক্ষত হয়েছে গহ্বরে।

ও মাঝি নাওনা কিনারায়,
এ আমি ভাসছি নিরাশায়।
পা ফেলে নদীর লহরীতে,
সে চলে গতির বিপরীতে।

না জেনে নেমেছি তটিনীতে,
এ মোর বেদনা ধমনীতে।
কি করি বলো’না প্রতিকার,
সে হেতু ভাবনা লেখিকার।

ও মাঝি ধরো’না দুটিহাত
এ হৃদে লাগছে করাঘাত
সে আমি করছি আহবান,
এ প্রাণ পেয়েছে জ্ঞানদান।