গোলাপ মাহমুদ সৌরভ

4

তিতাস নদীর জীবন প্রণালী :

তিতাস একটি নদীর নাম। যা মেঘনা নদী থেকে উৎপত্তি। তিতাস শব্দের প্রথম অর্থ হচ্ছে, বিনামূল্যে। তিতাস প্রাচীন রোমান শব্দ থেকে এসেছে, যেমন তিতিয়ানস, তিতিয়ানা। এর আর কয়কটি আভিধানিক অর্থ আছে যেমন গুরুত্বপূর্ণ সক্রিয়, আনন্দময়, অস্থির, গুরুতর, উপযোগী। এখানকার জীবন প্রণালী ভিন্ন ধরনের। তিতাসের তীরে সাধারণ জেলেদের বসবাস। তিতাস মানে জলভরা নদী। তিতাস নদী হলো জেলেদের আয়ের উৎস এবং জীবিকা নির্বাহ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জেলেরা সকাল সন্ধ্যা জাল ফেলে মাছ ধরে। আর সেই মাছ বাজারে কিংবা পাইকারী এবং খুচরা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে তারা কোন রকম জীবিকা নির্বাহ করে থাকে। বিশেষ করে তিতাস পাড়ের জেলেদের ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহ কম থাকে, কারণ তারা জাল ফেলে মাছ ধরতে সাচ্ছন্দ্য বোধ করে। ছোট ছোট ছেলেরা বাবার সাথে জাল মারতে শিখে। তিতাসের জলে তারা স্নান করে পরিপূর্ণ তৃপ্তি পায়। তিতাস নদীর কতটা গুরুত্বপূর্ণ একমাত্র তিতাস পাড়ের মানুষেরা বলতে পারবে। বর্ষা এলে নদীটির বৈচিত্র্য পাল্টে যায়। সাধারণ জেলেদের বাড়ি ঘর বসতভিটা ভাঙ্গন ধরে, এতে তারা ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। কেউ কেউ ভাসমান নদীর জলে ডিঙি নায়ে বসবাস করে। এতে তাদের জীবনের ঝুঁকি থাকে। কখন প্রবল ঢেউয়ের স্রোত এসে নৌকা ডুবিয়ে দেয়। নদীর কিনারে খুঁটিতে নৌকা বেঁধে কবুত তার পরিবার নিয়ে ঘুমিয়ে পড়ে আবার রাত নিশিতে হারিকেনের আলো জ্বালিয়ে মাছ শিকার করে। কখনো কখনো জ্বিন, ভুতেরা বড়ো বড়ো মাছের রুপ ধারণ করে জেলেদের কে কঠিন বিপদের সম্মুখীন করে, একপর্যায়ে চোখ গুলো লাঠিমের মতো বের করে জেলেদের কে প্রচন্ড ভয় দেখিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মাছ ধরা একটি নেশা। অনেকেই মাছ ধরতে পছন্দ করে। বর্ষাকালে তিতাস নদীর স্রোতে ভেসে যায় প্রান্তিক কৃষকের ফসলের জমি। সারাবছর এই নদীতে জেলে, কৃষকের কোলাহল লেগেই থাকে। জেলেরা যেমন উপকৃত হয় তেমনি কৃষকরাও উপকৃত হয়ে থাকে। দোফসলি জমিতে পানি সেচের ব্যবস্থা, গরু, মহিষ সাঁতরানো, নৌকা যুগে পাকা ফসল আনানেওয়া, যাত্রী পাড়াপাড় ইত্যাদি। কালের বিবর্তনে আজ তিতাস নদীর গুরুত্ব হারিয়ে যাচ্ছে, এখন আর আগের মতো তিতাস পাড়ে জেলে, মাঝি, কৃষকদের কোলাহল নেই বললেই চলে। কারণ মানুষের জীবন যাত্রার মান বদলে যাচ্ছে, কারণ এখন মানুষ আর জাল আর কৃষি নিয়ে পড়ে থাকে না তারা একটু ইমপ্রুভ হওয়ার চেষ্টা করে। ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায়, আগের মতো বাবার সাথে নদীতে মাছ ধরতে আর জমিতে চাষ করতে নেয় না বরং পড়াশোনার প্রতি তাগিদ দেয়। আগেকার তিতাস পাড়ের জীবন যাত্রা আর এখনকার জীবন যাত্রার মধ্যে অনেক প্রার্থক্য পরিলক্ষিত হয়। তিতাস নদীর গুরুত্ব এবং জীবন প্রণালী বর্ননা করে শেষ করার নয়। তিতাস নদী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।