বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

3

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা কমিটি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের কুসুমবাগ এলাকার সিলেট রোড থেকে শোভাযাত্রাটি বের করে এম সাইফুর রহমান রোড হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল নামে। এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মৌলভীবাজার শহর।
এর আগে জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি ফয়সল আহমদ, হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোবিন্দ মোহন পাল প্রমুখ।
শোভাযাত্রায় হাজারো নেতাকর্মীদের ঢল নামে। এসময় তাদের হাতে হাতে দলীয় পতাকা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন এবং ব্যানার দেখা যায়। শোভাযাত্রায় মানুষের ঢল দেখে আশপাশের ও দোকানপাটের মানুষজন হাত নাড়িয়ে অভিনন্দন জানায়।