জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

15

শনিবার (৬ আগষ্ট) বিকাল ৩টার সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে জেল রোড হয়ে নয়াসড়ক অতিক্রম করে জিন্দাবাজার পয়েন্ট গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এ পথসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট সরকারি কলেজ ছাত্রদল এর সাবেক আহবায়ক আনোয়ার হোসেন সুজন।
মহানগর ছাত্রদল এর সহ সাংগঠনিক সম্পাদক মুমিনুর রহমান মুমিন এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল এর সাবেক সদস্য ফয়সল আহমেদ, বুরহান উদ্দিন, সম্রাট মামুন মহানগর ছাত্রদল এর সাবেক সদস্য এম ইউ জাহাঙ্গীর, জেলা ছাত্রদল এর সহ সমবায় বিষয়ক সম্পাদক শাহজাহান আহমদ, জেলা ছাত্রদল নেতা শাহীন আহমেদ, লিটন আহমদ, মুমিনুর রশিদ, হবীবুল্লাহ, তাজ উদ্দীন, পারভেজ আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা তানভীর আহমদ, মহানগর ছাত্রদল নেতা জুয়েল আহমদ, আজিম আহমদ, জাহিদ আহমদ, রেজাউল ইসলাম, কবির উদ্দিন, মারুফ আহমদ, সুজন আহমদ, তোফায়েল আহমদ, এম সি কলেজ ছাত্রদল নেতা রাজিব হাওলাদার, রমিজ উদ্দিন, সুহান আহমদ, নিউটন রায়, আলমঙ্গীর হোসেন, রাজু আহমদ, কামরুল ইসলাম, মুক্তা আহমদ, জাহিদুল ইসলাম অহি আহমদ, রবিন আহমদ, তুহিন আহমদ প্রমুখ।
বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশকে বর্তমান দখলদার সরকার ক্রমের দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে তারা পাচার করেছে। আজ দেশ কঠিন সময় পার করছে। ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।” বিজ্ঞপ্তি