কাজিরবাজার কোরবানীর পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথের উদ্বোধন

10

ষ্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর প্রধান কোরবানির পশুর হাট কাজিরবাজারে জালনোট শনাক্তকরণ ব্যাংক বুথ চালু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় জনতা ব্যাংক লিমিটেডের নেতৃত্বে ও ২৩টি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় চালু হওয়া এ বুথের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক (ব্যাংকিং) মো. আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ, সনদীপ কুমার রায়, সহকারী মহাব্যবস্থাপক বিমল কান্তি দাস, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, আইএফআইসি ব্যাংকের নাসির উদ্দিন খান, যমুনা ব্যাংক লিমিটেডের এম এম কিবরিয়া, মো. ওয়াহিদুর রহমান, প্রাইম ব্যাংক লিমিটেডের উত্তম কুমার রায়, কাজল ভট্টাচার্য প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে সারাদেশের পশুর হাটে বাণিজ্যিক ব্যাংকসমুহ জালনোট সনাক্তকরণ বুথের কার্যক্রম পরিচালনা করছে। ৯ আগষ্ট সকাল হতে ১২ আগষ্ট ঈদের দিন ভোরবেলা পর্যন্ত এ কার্যক্রম চলবে। নগরীর টিলাগড় ও শহরতলীর পীরেরবাজারে সোনালী ব্যাংক লিমিটেডের নেতৃত্বে বাণিজ্যিক ব্যাংকসমূহ আরও ২টি বুথ পরিচালনা করবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কোরবানীর হাটে স্থাপিত জালনোট শনাক্তকরণ বুথের কার্যক্রম মনিটরিং করবে।