শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

7

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে ২৩ জুলাই হতে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (২৪ জুলাই) রবিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে আলোচনা সভায় শ্রীমঙ্গল উপজেলা মৎস দপ্তরের সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফারাজু কবিরের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী ভানু লাল রায় ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,অফিসার তদন্ত হুমায়ুন কবির, হোসেন খাঁন,সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন,ভুনবীর চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ,সদর চেয়ারম্যান দুধু মিয়া,রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর,বিজয় বুনার্জী,দেবাশীষ দেব রাখু উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ।
এর আগে উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে মাছের পোনা অবমুক্ত করা হয়।