যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ————সুব্রত পুরকায়স্থ

51

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেছেন,  আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সরকার ক্ষমতায় আসার পর রাজাকার, আল-বদর-আল-সামস্ বাহিনী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচার শুরু করেছে। ইতি মধ্যে রায় কার্যকরও হয়েছে। এটা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষেই সম্ভব। দেশের তরুণ-যুবকদের স্বাধীনতার স্বপক্ষের শক্তির পক্ষে উজ্জীবিত হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশব্যাপী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
গত বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা ১০নং বাদেপাশা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খানের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মালিক শাপলু’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক এড. ফখরুল ইসলাম আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জামিল আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফসার আজিজ, এ কে এম শিহাব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা এনামুল হক রুহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন, কানাইঘাট উপজেলার যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
সভায় আব্দুল আলিম-কে সভাপতি ও সোহেল আহমদ-কে সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেন দিলুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি