সারেগ এর কার্যনির্বাহী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর

4
সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) এর ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মাওলানা খায়রুল হোসেনের হাতে দায়িত্ব হস্তান্তর করছেন বিদায়ী সভাপাত শফিউল আলম চৌধুরী নাদেল সহ অতিথিবৃন্দ।

সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সারেগ কার্যালয়ে সারেগ সংঘস্বারক এর বিধি অনুযায়ী নব-নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, ১ম-সভাপতি, ২য় সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
বিগত ২৫-১০-২০২১ইং তারিখ সারেগ নির্বাচনের নির্বাচন কমিশনার এডভোকেট মো: মাহফুজুর রহমান সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনি তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি ২০২২ ইং তারিখ সারেগ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় উক্ত ঘোষিত প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সভার সভাপতি নির্বাচন কমিশনার এডভোকেট মো: মাহফুজুর রহমান উপস্থিত সকল কার্যনির্বাহী সদস্যদের মতামত, পরামর্শ ও সমর্থনের ভিত্তিতে সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর ২০২২-২৩ মেয়াদের জন্য সারেগ পরিচালনার জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটি হচ্ছে সভাপতি মাওলানা খায়রুল হোসাইন, ১ম সহ-সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, ২য় সহ-সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসাইন, সহ- সাধারণ সম্পাদক মো: তোফায়েল আহমদ লিমন, অর্থ সম্পাদক মো. তাজুল ইসলাম হাসান, কার্যকরি সদস্য আব্দুল জব্বার জলিল, খলিলুর রহমান (মাছুম), মে: ওয়ালী উল্লাহ, আবুল কাহের (শাহিন), মো: নেহাল আহমদ, মো: আলমগীর হোসেন, মো: আলী আকিক এবং মাওলানা খলিলুর রহমান। সভায় বিদায়ী সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল নব নির্বাচিত সভাপতি মাওলানা খায়রুল হোসেন সহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সফলতা কামনা করেন। সভায় বিদায়ী সভাপতি নব-নির্বাচিত সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
সারেগ ২০২২-২৩ কার্যনির্বাহী গঠন সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মো: ইলিয়াছুর রহমান, মো: মাহবুবুর রহমান, আপিল বোর্ডের চেয়ারম্যান মো.আতিকুর রহমান লাহীন, সদস্য মো. মিফতাউল ইসলাম, সুমায়েত নূরী চৌধুরী, সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মো: সিদ্দিকুর রহমান, সারেগ সদস্য বিপ্ল¬¬বী মুজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি