মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা- সিলেট মহাসড়ক যানশূন্য

4

কাজির বাজার ডেস্ক

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যানশূন্য হয়ে পড়েছে। যাত্রীবাহী যানবাহন খুবই কম, তবে বাস ছাড়া অন্যান্য যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা, মদনপুর, কাঁচপুর শিমরাইল মোড়, মৌচাক এবং সাইনবোর্ড, সিলেট মহাসড়কের ভ‚লতা, রূপসী ও বরপা এলাকা ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, অন্য দিনের চেয়ে আজ যানবাহন ও যাত্রীর চাপ কম। যে অল্পকিছু যাত্রী রয়েছে, তাদের বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়নি। মহাসড়কের কেওঢালা এলাকায় র‌্যাব-১১ ও বন্দর থানা পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়েছে। এছাড়াও কাঁচপুর, শিমরাইল, সাইনবোর্ড এলাকায় থানা ও ডিবি পুলিশের উপস্থিতি দেখা যায়।
কাঁচপুর এলাকায় কথা হয় শহিদুজ্জামান নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে উৎকন্ঠা ও দুশ্চিন্তা ছিল। ভেবেছিলাম ঢাকা যাওয়া কষ্ট হবে। কিন্তু দেখলাম সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ তৎপরতা তেমন নয়। তল্লাশিও করা হয়নি আমাকে। তবে দাঁড়িয়ে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।’
নাফ পরিবহনের চালক আসাদ মিয়া বলেন, ‘গাড়ির চাপ কম থাকায় অল্প সময়ে গন্তব্যে যাওয়া যাচ্ছে। কোনোরকম ঝামলা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছি। তবে যাত্রী সংখ্যা কম।’ কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, ‘সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, ‘নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। যান চলাচল এবং মানুষের চলাচল নির্বিঘœ করতে আমরা কাজ করছি।’