সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ইলাশপুরে প্রতিনিয়ত যানজট, জন ভোগান্তি চরমে

4
কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে আবারও সিলেট-ফেঞ্চুগঞ্জ প্রধান সড়ক প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গর্তে একটি ট্রাক আটকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ছবি-মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
বন্যার পানি উঠে সড়কে বড়বড় গর্ত সৃষ্টি হয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইলাশপুরে প্রতিনিয়ত যানজট দেখা দিচ্ছে।
সড়কের ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতুর টুল প্লাজা থেকে ইলাশপুর রেলক্রসিং পর্যন্ত প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। গত বুধবার দুপুর থেকেই থেমে থেমে যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন সিলেটগামী রোগী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।
জানা গেছে, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ইলাশপুরের উত্তর কুশিয়ারা ইউনিয়নের সামনে বন্যার পানি উঠে সড়ক ভেঙে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়কের ভাঙা স্থানে ধীরগতিতে চলছে যানবাহন। ফলে প্রতনিয়তই এ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে ট্রাফিক সার্জন তাজুল ইসলাম শাওন জানান, রাস্তায় গর্তের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে রাস্তার দুইপাশে দু’জন ট্রাফিক পুলিশ প্রতিনিয়তই কাজ করছে।
এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সিসি ব্লক দিয়ে রাস্তার গর্ত ভরাটের চেষ্টা করছি। বর্তমান এক লেনে গাড়ী চলাচল করছে। পুরো কাজ সম্পূর্ণ হলে দুই লেনে গাড়ী চলাচল করতে পারবে।