ব্যবসায়ের উদ্দেশ্যে নয়, মানবকল্যাণের জন্য কাজ করছে মাউন্ট এডোরা হাসপাতাল – প্রফেসর ডা. এম এ আহবাব

150

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও মাউন্ট এডোরা হাসপাতাল-এর চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ আহবাব বলেছেন, অসহায় দুস্থ মানুষেরা সমাজেরই অংশ। তাঁদের পাশে দাঁড়ালে সত্যিকার অর্থে দায়বদ্ধতা পূর্ণ হয়। এর মাধ্যমে একটি মানবিক সমাজ তৈরীতে জনগণ উদ্বুদ্ধ হয়। মাউন্ট এডোরা হাসপাতাল শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্যে নয়, বরং মানবতার কল্যাণের মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সমাজ উপহার দেওয়াই হসপিটাল-এর মূল লক্ষ্য।
মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেট-এর উদ্যোগে দক্ষিণ সুরমার গোয়ালাবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানবতার সেবার মহান ব্রত নিয়ে বিয়ানী বাজার, বিশম্ভরপুর ও মাধবপুর ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ধারাবাহিকতায় গতকাল রবিবার ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মাউন্ট এডোরা হাসপাতাল গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজে চিকিৎসা বঞ্চিত প্রায় ১৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করে। ফ্রি মেডিকেল ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালাবাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ মাউন্ট এডোরা হাসপাতালের এমন মানবকল্যাণমূলক কাজের প্রশংসা করেন এবং এই সেবা অব্যাহত রাখার আহবান জানান। ফ্রি মেডিকেল ক্যাম্প এ রোগী দেখেন অধ্যাপক ডাঃ এম এ আহবাব, অধ্যাপক ডাঃ মোঃ মতিউর রহমান, অধ্যাপক ডাঃ এম এ সালাম, অধ্যাপক ডাঃ সৈয়দ আলমগীর সাফওয়াত, প্রফেসর ডাঃ মৃৃগেন কুমার দাস চৌধুরী, ডাঃ সৈয়দ মাহমুদ হাসান, ডাঃ মোহাম্মদ বাকী বিল্লাহ, ডাঃ এম খালেদ মাহমুদ, ডাঃ মোঃ আব্দুল মান্নান, ডাঃ এম.এস রহমান শামীম, ডাঃ শুভার্থী কর, ডাঃ রেজওয়ানা মির্জা, ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন হারুন, ডাঃ চৌধুরী মোঃ ওয়ালীদ, ডাঃ মোঃ গোলজার হোসেন, ডাঃ মোহাম্মদ সাকির আহমদ শাহীন, ডাঃ মোঃ হাসিবুল ইসলাম, ডাঃ আবুল বাশার মোঃ মনিরুল ইসলাম, ডাঃ শিউলী রাণী দেবসহ ১৫ জন সিনিয়র মেডিকেল অফিসার। ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে গোয়ালাবাজারের চিকিৎসকবৃন্দ। বিজ্ঞপ্তি