সাহেব মাহমুদ

5

ঝিঁঝিঁর কোরাস :

চিরল পাতার সরল হাসি
আকাশ ঘন নীল,
শেষ বিকেলের মৃদু বাতাস
উড়ছে ফড়িং – চিল।

চাঁদের পিঠে মেঘের খেয়া
দেয়া দিয়ে যায়,
চঞ্চল মাছ পানির উপর
আড়ে- ঝাড়ে, চায়।

ঘাসে এত রঙের খেলা
জীবনের ডাক পাই,
লতাগুল্ম গা ছুঁয়ে যায়
রোদের নূপুর তাই।

সন্ধ্যা হলেই ঝিঁঝিঁর কোরাস
মাটির মমতায়,
অলস ঘুমের ঝিনুক ঠোঁটে
মুক্তা জুটে যায়।