২ মাস পর করোনায় ওসমানী হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু

2

স্টাফ রিপোর্টার :
সিলেটে ২ মাস চার দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওসমানী হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হলো।
গতকাল বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ ১৮ এপ্রিল করোনা সংক্রমণে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল। মারা যাওয়া ব্যক্তির নাম শামসুর রহমান। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ছিলেন।
হাসপাতালটির পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, তাঁদের মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শামসুর রহমান করোনা উপসর্গ নিয়ে গত সোমবার মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় গত মঙ্গলবার তাঁর করোনা পজিটিভ এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৩ জনই সিলেটের বাসিন্দা। সংক্রমণের হার ৫ শতাংশ। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৬৬ হাজার ৯৩৭ জনের করোনা শনাক্ত হলো।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার আহ্বান জানানো হচ্ছে।