কুমারগাঁওয়ে মসজিদের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

6
কুমারগাঁও এলাকায় মসজিদের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের একটি দৃশ্য। ছবি- মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
শহরতলীর কুমারগাঁও এলাকায় মসজিদেন জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলাগুলির ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
জানা গেছে, পঞ্চায়েতের এক মুরব্বীকে একপক্ষের লোকজন গালিগালাজ করেন। এ নিয়ে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। একদিকে পঞ্চায়েত পক্ষ, অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। তখন ইট পাটকেল নিক্ষেপ ও গুলাগুলির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চয়েতের পক্ষে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। অন্যদিকে, ময়না মিয়ার বাড়ির লোকজনও হামলায় কোনঠাসা হলেও প্রতিহতের চেষ্টা করেন। উভয় পক্ষে ইটপাটকেলে অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। প্রায় পৌণে ১ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলার পর বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষস্থল ত্যাগ করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।