কবিতার বরপুত্র কবি শামসুর রাহমানের আজ জন্মদিন

28

কাজিরবাজার ডেস্ক :
আধুনিক বাংলা কবিতার এক অনন্য কবি শামসুর রাহমান। কাব্য রচনায় সৃষ্টিশীলতা ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দিয়েছে কবিতার বরপুত্রের উপাধি। ছন্দোময় ও শিল্পিত শব্দের প্রক্ষেপণে কবিতার চরণে চরণে বলেছেন দেশ, মাটি ও মানুষের কথা। পরাধীনতার শৃঙ্খল পেরিয়ে বাঙালির স্বাধীনতার কথাও বলেছেন কবিতার ভাষায়। নাগরিক এই কবি আমৃত্যু স্বদেশ ও শেকড়ের প্রতি ছিলেন দায়বদ্ধ। পাশাপাশি সমকালীনতা ধারণ করে সারাজীবন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত সমাজের কথা বলেছেন কাব্যের ছন্দে। আজ ২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ ও বাংলা ভাষার অন্যতম প্রধান এই কবির ৯২তম জন্মদিন ও ৯১তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি।
জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার বিকেলে কথন ও কবিতাপাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হলো কবিকে। শামসুর রাহমানের জন্মদিন উদ্্যাপনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজনে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতিপরিষদ। বাংলা একাডেমির সেমিনার একাডেমির এই আলোচনা সভা ও নিবেদিত কবিতাপাঠের আয়োজন করা হয়।