এম.এ খান ফাউন্ডেশনের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

29
এম এ খান ফাউন্ডেশন ইউকের ৪র্থ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি।

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এম.এ খান ফাউন্ডেশন ইউ.কে আয়োজিত ৪র্থ প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ লাভ করে। তাই সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজের শিক্ষানুরাগী ব্যক্তিদের এ ধরনের বৃত্তি পরীক্ষার উদ্যোগ নিলে আমাদের শিক্ষার্থীরা আরো মেধাবী হবে।
বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ আব্দুস শহিদ খান, প্রভাষক তানিয়া আক্তার ও প্রভাষক মোঃ হুমায়ুন কবির এর যৌথ উপস্থানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি সাহাব উদ্দিন আহমদ, সমাজসেবক ইঞ্জিনিয়ার আশফাক আহমদ, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাঈল উদ্দিন খান, সহকারী প্রধান শিক্ষক ছলমান আহমদ চৌধুরী, সমাজকর্মী আব্দুল আলিম লোদী, সমাজসেবক আব্দুল আহাদ বারি, একুশে টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিপুল চক্রবর্তী। বক্তব্য রাখেন আবুল হোসেন, জুবের আহমদ চৌধুরী, কামরুল হাসান, স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, খান পরিবারের সদস্য মিসেস ফাতেমা খান ও এহসান চৌধুরী প্রমুখ। এছাড়াও ফাউন্ডেশন ও কলেজ গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম.এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ আব্দুর রহমান খান সুজা। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জামিলা আক্তার। জাতীয় সংগীত পরিবেশন করেন স্কুল ও কলেজের সাংস্কৃতিক দলের শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি