মৌ’বাজারে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ

2
মৌলভীবাজার জেলা প্রশাসনের বর্ষবরণের র‌্যালি।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
করোনা ভাইরাসজনিত মহামারির কারণে প্রায় দুই বছর পর মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৯।
নতুন বর্ষ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে (১৪এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুসহ আওযামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা।
অপরদিকে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ পরিচালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান-এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার, কালচারাল অফিসার জ্যোতি সিনহা প্রমুখ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এবং গান পাঠশালার শিল্পীরা।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, বাংলা বর্ষবরণ উৎসবমুখর এবং শান্তিপূর্ণ করতে জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।