গোলাপগঞ্জে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

2

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্সন সেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারনুর রশীদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, সমবায় কর্মকর্তা জামাল মিঞা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রহিম, লক্ষনাবন্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদ, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান, শিক্ষক জামাল হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংবাদিক মেহেদী হাছান, মনজুর আহমদ প্রমুখ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দুপুর ১২ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ গৌতম পালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর। এ সময় ১০০ তাল ও পেপে গাছের চারা বিতরণ করা হয়।