দুর্নীতিবাজদের শাস্তি ও ফসল রক্ষার দাবিতে হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

4
হাওর উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাওর সুরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের শাস্তি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা যারা হাওর উন্নয়ন বাধ সুরক্ষার ব্যাপারে মানে না তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। হাওর সুরক্ষার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি প্রয়োজনে সেনাবাহিনীতে বাধ রক্ষার দায়িত্ব প্রদানের জন্য প্রধামন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
বুধবার (৭ এপ্রিল) দুপুর ২টায় সিলেট নগরী কোর্ট পয়েন্টে হাওর উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাওর সুরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের শাস্তি ও ফসল রক্ষার দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হাওর উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মনোরঞ্জন তালুকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট সামসুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ আইনজীবী এডভোকেট মো: আনোয়ার হোসেন, আয়কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয়, শেখর, এডভোকেট মো: আলাউদ্দিন, এডভোকেট একরামুল হাসান শীরু, এডভোকেট টিংকু রঞ্জন চৌধুরী, অমর চন্দ্র দাস বকু, শেখ আক্তার, ইউসুফ সেলু, মাওলানা মো: রইছ উদ্দিন, সজ্জদ চৌধুরী, আহবাব মিয়া, চৌধুরী আমিরুল হোসেন, গোপাল বর্মন, আশরাফ হোসেন, আখলাক হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি