শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ॥ ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে নিরাপদ দালান নিশ্চিতের দাবি

6

শাদমান শাবাব শাবি থেকে :
বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে দেশ। ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ না করা, অপরিকল্পিত ভবন নির্মাণ এই ভূমিকম্প ঝুঁকি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে বিল্ডিং কোড মেনে ভবনের নকশা ও নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। এতে পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের স্থাপনাগুলো যদি বিল্ডিং কোড অনুযায়ী নির্মাণ করা হয়, তাহলে ক্ষতির সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। সিলেট যেহেতু ঝুঁকিপূর্ণপ্রবণ একটি এলাকা, সেজন্য এখানে অভিজ্ঞ প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্ধারিত বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ করতে হবে। এসময় বক্তারা তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।