নগরীতে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার শিক্ষকবন্ধন

1
বেসরকারি শিক্ষক-কর্মচারিদের চাকুরী জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার উদ্যোগে শিক্ষক বন্ধনে বক্তব্য রাখছেন বাশিস সিলেট জেলা শাখার সভাপতি মো: মামুন আহমেদ।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষকবন্ধন করা হয়েছে।
বাশিস সিলেট জেলা শাখার সভাপতি মো. মামুন আহমেদের সভাপতিত্বে ও সচিব মো. শমশের আলীর পরিচালনায় শিক্ষকবন্ধনে উপস্থিত ছিলেন বাশিস সিলেট জেলা শাখার সহ সভাপতি রফিকুল আলম, সাংগঠনিক সচিব মোহাম্মদ আব্দুল মুমিত, অর্থ সচিব মো. ফয়সল আহমদ, বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহুরা বেগম, বাংলাদেশ সহকারী মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কোরাশানী, বাশিস ওসমানী নগর উপজেলার সভাপতি মুমিনুর রশিদ, গোয়াইনঘাট উপজেলার সচিব আব্দুল মুনিম, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, গোটাটিকর হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খালেদ নুরুল হোসেন, মঈনুন্নেছা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, আব্দুস সত্তার হাই স্কুলের প্রধান শিক্ষক ফারুকআহমদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ননী গোপাল রায়, আমিনুল ইসলাম, এয়ারপোর্ট হাই স্কুলের প্রধান শিক্ষক মুন্সী শামসুদ্দিন, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষীতিন্দ্র কুমার দাশ, আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, কাজী জালাল উদ্দিন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালিক, জহির তাহির মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাছিত প্রমুখ। বিজ্ঞপ্তি